Mon 27 October 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক রম্য সাহিত্যে মন্দিরা হাজরা (বসু) (অন্তিম পর্ব)

maro news
সাপ্তাহিক রম্য সাহিত্যে মন্দিরা হাজরা (বসু) (অন্তিম পর্ব)

বিগত পাঁচমাসের অম্লমধুর স্মৃতি এতই ঘটনাবহূল যে একটি লিখলে অন্যটি ঠোঁট ফুলিয়ে বসে । তবে এতে আপনাদের ধৈর্যচ্যূতির আশঙ্কা থেকে যায় । আপনারা এ রচনা মাঝপথে " বিন্ "  বন্দী করতে পারেন এ ভয় যে নেই তা নয় , তবে সাথে সাথে এ আশাও মনে জাগে যে আপনারাই কেউ কেউ হয়তো ভাববেন " এমনটি ঠিক আমিও তো দেখেছিলাম!" এবং শেষ পর্যন্ত  সাথে সাথে থাকবেন । "ই"  বার্তায় কয় পৃষ্ঠা  হবে  তা জানিনা , তবে আমার খেরোর খাতায় এর ব্যাপ্তি নিঃসন্দেহে সাতপাতা অতিক্রম করেছে । তাই, আমার “সহপাঠীরা” সবাই হয়ে উঠেছেন আমার “সপ্তপদীর” মিতা । এইটুকুই আমার পাওনা। এরই আশায় শুরুতে বলেছিলাম " আরম্ভায় শুভায় ভবতু !" আর এরই দাবীতে শেষে একথা প্রাণ বলতে  চায় " চ মধুরেন সমাপয়তে " !

------o------

পুনঃশ্চ - ঔষধের পার্শসহচর হিসাবে যে মেজারিং  কাপ গুলি  আমি লাভ করছি , সেগুলি রান্নাঘরের উপকরণ মাপায় দিব্যি কাজে দেয় । ব্যবহার কালীণ ব্যঞ্জনে কোনো স্মৃতিজড়িত অম্ল-মধুর-তিক্ত-কষায় "একষ্ট্রা পাঞ্চ " যোগ হয় কিনা তা বোধহয় বলা যাবে না । এবং অধিকন্তু - এ রচনার বহূলাংশে কবিগুরু রবীন্দ্রনাথ, কবি নজরুল ইসলাম, সুকুমার রায় , কবি সুকান্ত ভট্টাচার্য , তারাপদ রায় , কঠোপনিষেদ এবং প্রাকৃত চর্যাপদ - এর কিছু কিছু উদ্ধৃতিমূলক সম্যক  শব্দ ও পূর্ণবাক্য ব্যবহৃত হয়েছে । এঁদের প্রত্যেকের কাছে লেখিকা কৃতজ্ঞ।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register