কবিতায় বলরুমে মধুমিতা ঘোষ
একরাশ
চাপা পড়ে আছে না বোঝার ইতিহাস
পাতাগুলো রাখা আছে মোম কুঠুরিতে ।
যদি কেউ কখনো কাছ থেকে বুঝতে চায় -
জ্বলে উঠবে এক একটা শব্দ ।
গুটিগুটি পায়ে, ক্ষতবুকে আদর খেতে চাইবে -
ভেজা বুকের গিরিখাতে ৷
না বোঝার ইতিহাসটা -
অনপমেয় অমানিশার জাল কেটে নদীর উৎস খোঁজে মাঝে মাঝে।
রূপকথার পাশে শুতেও চায় ঘাসের বুকে।
আনমনা বিরহী বাউল স্পর্শ করে একবুক পাতাখসা সাঁঝ ।
না বোঝার মুহূর্তগুলো -
বুনোফুলের সান্নিধ্য খোঁজে ।
যেখানে রূপ-রস-গন্ধ কম ,দৈনন্দিন উষ্ণতা বেশী ৷
যদি কেউ কখনো নিষ্পন্দ ঢালে -
আঁজলা ভরে আলগোছে কুড়িয়ে নিতে চায়,
শুনতে পাবে উদাস করা দয়িত আকাশের আলিপ্ত প্রাণ।
না বোঝার অস্তিত্বগুলো -
পশ্চিম আকাশের গাঢ় লাল রং মেখে ---
ভালোবাসার সংলাপ খোঁজে আহ্লাদী প্রেমে ৷
0 Comments.