দিব্যি কাব্যিতে বন্যা ব্যানার্জী
ক্যানভাস
একটি রোদের ছবি চেয়েছিলাম।
বিজ্ঞাপনে ভরে গেছে তোমার ক্যানভাস।
অপেক্ষায় আছি।
তোমার পুরনো শার্টের বোতাম টি ফিরিয়ে দেব বলে। চেনা এলব্যম জুড়ে ছায়ারা সচকিত।আমার শরীর জুড়ে এখন সৃষ্টির তীব্র যন্ত্রনা।
শুধু একটি কবিতার জন্ম দিতে চাই।
0 Comments.