হৈচৈ কবিতায় অংশুদেব
			তৃতীয় তুমি 
মনকে নিয়ে মন খারাপের গল্প লিখি
মনের মধ্যে চলছে নাকি খুন খারাবি!
অলিগলি অনেক কথার দড়ি বাঁধি
অনেক ভিড়ে একটা কেবল মনে রাখি।
সবার সঙ্গে মিলেমিশে মেশার মিলে 
নানান রকম ছবি গড়ে গোঁজা মিলে,
সেই নিয়ে তার সারাদিনের রকমারি 
সত্য সত্য মিথ্যেও নয় সে ফাজলামি।
হিসাব কষে মানুষ গড়ে কষতে কষতে 
মানুষ তাকে হাত পা বেঁধে তাকেই গড়ে।
এইভাবেতেই সত্য মিথ্যার কাটাকুটি 
মনকে নিয়ে মনের চলে ঘাঁটাঘাঁটি,
এইভাবেতেই তুমি তুমি অন্য তুমি 
বিশ্বজুড়ে আমার আমার অন্য আমি।
আমি তুমি, তুমি আমি লাঠালাঠি 
ভুলের হিসাব ভুলতে ভুলতে কান্নাকাটি।
আমার মধ্যে আমি মুছে মস্ত তুমি 
সুমনের গান ভেঙে ফেলে নষ্ট আমি -
"এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো 
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো !"
এককোষী প্রাণ জন্ম থেকে জন্ম নেশায় 
জন্ম জন্ম মন ছুটেছে তোমার আশায় 
বিরাট খেলা খেলতে খেলতে মস্ত আমি 
ধরতে গিয়ে মনের রাজ্যে তৃতীয় তুমি 
"এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো 
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো !"
						
			
		 
	
0 Comments.