- 41
- 0
সম্পাদকীয়
শীত আমাদের দেশে আদুরে। নলেন গুড়, বইমেলা, কমলালেবু নিয়ে পশরা। উওর , দক্ষিনে বিরাট মেলা। যেদিকেই চাও রঙিন হয়ে রয়েছে চারিদিক। ছাতা, সোয়েটার, খেলনা। খাবারে মোয়া থেকে মোমো সব। এরপর তো আছে বইমেলা। আর টব ভরে পিটুনিয়া, জারবেরা, কশমশ, গাঁদা, ডালিয়াদের রঙলীলা। বরফ নিয়ে বাঙালির যতই আদিখ্যেতা থাকুক ওই বেড়াতে যাওয়া অবধি সীমিত। এমন রঙ আর রস ছেড়ে সে যেতেই পারবে না কোথাও। বিদেশে বা প্রবাসে থাকলেও এই সময়টা সোনালী রোদের জন্য তাঁর কাছে মনকেমনিয়া গান ভেসে যায় সীমানা ছাড়িয়ে।
শীতকালিন অভিবাদন সকলকে।
শুভেচ্ছা নিরন্তর।
ইন্দ্রাণী ঘোষ
0 Comments.