- 9
- 0
পুপুর ডায়েরি
কতো গান মাথার আর্কাইভে ভরে দেয়া আছে পুপুর।
এমনি এমনিই মনে পড়ে।
বাবার মিষ্টি ভারি গলাটা শুনতে ছোটো আমি ভালো বাসতাম।
রাতে বাবার হাতের ওপরে বুকের মধ্যে শুয়ে ঘুমোতো পুপু।
গানের আওয়াজের সাথে বা মশাইয়ের বুকের কাঁপনটাও ছুঁয়ে থাকতো ছোটো মানুষকে।
সেই নিরাপত্তার কোনো তুলনা হয় না।
কী সব মণিমাণিক্য রয়ে গেল বুকের ভেতর।
“কোন হিসাবে হর হৃদে
দাঁড়িয়েছো মা, পদ দিয়ে..
আবার সাধ করে জিভ বাড়ায়েছ
যেন কতো ন্যাকা মেয়ে।
জেনেছি, জেনেছি তারা
তারা, কি তোর, এমনিই ধারা
তোর মা কি তোর বাপের বুকে
দাঁড়িয়েছিল এমনি করে?
কোন হিসাবে হর হৃদে…”
রাঢ় বাংলার একেবারে নিজস্ব গানের গুপ্তধন রয়ে গেল বাবার থেকে পুপুর কাছে।
সযতনে।
এ সব হিরে মুক্তোর চেয়েও বেশী দামি। অমূল্য।
0 Comments.