হৈচৈ কবিতায় সমীর বরণ দত্ত
			কাক 
                                    
আমরা কাকের জাত - 
সব সময় করি উৎপাত। 
যতসব নোংরা পচা, 
সবই আমাদের  খেতে মজা।
আমরা সবার করি উপকার।
তাই আমাদের নাম ঝাড়ুদার।
চাকরিতে দুটো প্রমোশন কমপালসারি।
আমাদের বেলায় যত ঝকমারি।
ঝাড়ুদার হয়েই থাকব চিরকাল?
একটা প্রমোশন আশা করতেই পারি।
						
			
		 
	
0 Comments.