- 27
- 0
পুপুর ডায়েরি: ৮৩
না। কিছুই ভাল লাগছে না যখন,তখন অকারণ হাসি মুখে বসে থাকা কেনও? সবাইকে নরমাল মুখ দেখাতে হবে বলে? বোকা বোকা।
না হয় লোকে খারাপই বললও, তাতে কি যায় আসে? হুঁ ?
কেনই বা দৌড়োতে হবে, খামখাই?
আমি বাইরে যদি না খুঁজি আর?
যদি ডুব দিতে যাই একা;
যদি স্থির হয়ে সেই ফাতনা ভাসানো লোকটার মত ছিপ হাতে বসে থাকি?
সবাই কি বলবে? নিয়ম নেই ,নিয়ম নেই...।
আর সেই আমার মুণ্ডু নাড়া পুতুলটার মত মাথা নাড়াবে কেবল?
নো ডাউট ;ওই জন্যেই প্রথম দিনই এক টানে মুণ্ডু পাত করে ফেলেছিলাম ওটার- --
ও আর কখনও মাথা নাড়েনই।
আমিও আর কার তালে তাল দিতে পারব না।
ইশকুল, অফিস, ধোপা, মুদি,কাজের লোক ,সবাই, সব্বাই
যে যেমন খুশি পড়ে থাক, চরে খাক------
আমি শুধু জানালা গলিয়ে আকাশকে ছুঁতে চললাম।
নারকেল পাতাদের গায়ে লেগে থাকা রোদকে আঙ্গুল বুলিয়ে,
পাশের গাছে চিরিকদাস কাঠবেরালিকে হ্যালো বলে ,
পিছনের পুকুরের ঘাস মাড়িয়ে ;
ছেলেবেলাকে ছুঁতে দৌড়,দৌড়, দৌড়।।...
এইসব লিখছিলো পুপু, ৩১\৭\২০১২ সালে। বাবা মা, মানের প্রিয় রাঙামাসিকে হারিয়ে ফেলে।। তার ছানারা তখন ষোলো আর চোদ্দো ছুঁয়ে বড়ো হবার লড়াই শুরু করে ফেলেছে।
তিন জনেই হাবুডুবু খাচ্ছে বাইরের পৃথিবীর নানান রুক্ষতা সামলাতে গিয়ে।
সে আরেক কঠিন দিন ছিলো।
0 Comments.