নারী তুমি কখনো মেয়ে
কখনো মা কখনো প্রেমিকা
কখনো স্ত্রী কখনো সংসারে বিশ্রী।
সংসারে তুমি সব সময় প্রয়োজন
সংসারে প্রিয়জনের কাছে হয়ে ওঠো প্রয়োজন
সময় চলে যায়। প্রয়োজন ফুরোতে ফুরোতে ,
নিজের পরিচয় হারিয়ে যায় ।
হারিয়ে ফেলোনা নিজেকে,
হে কন্যা মনে রেখো তুমি অনন্যা
সংসার ভালোবাসো, সম্পর্ক ভালোবাসো
প্রেমিককে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো
অনেক হলো আজ থেকে
0 Comments.