Wed 29 October 2025
Cluster Coding Blog

|| নারীতে শুরু নারীতে শেষ || 26য় রিয়া ভট্টাচার্য্য

maro news
|| নারীতে শুরু নারীতে শেষ || 26য় রিয়া ভট্টাচার্য্য

ফাল্গুনী নারী

ফাগুন ' আজ আগুন জ্বালো জীর্ণ মনের কন্দরে.... নিরালায় বসে পড়ি হেসে হেসে অসহায় নারীযন্ত্রণা, তারা খুব সুখে ব্যথা হয়েছিল শেষে ; তবু এ জঠর ধরে রাখলোনা। পিয়ালের ডালে পিউ কাঁহা গেয়ে... ধৃতিমান যত গুণী, শুকিয়ে গিয়েছে স্তাবক পিঞ্জর ; মায়াজল তবু মরেনি। স্নিগ্ধতা যত কালিমা হয়ে ললাটে দিয়েছে এঁকে ' মালিন্যতার নেশা, সকলি হারায় চিতার আগুনে ; মিথ্যেহরিণ বাসা। ফাগরঙা তনু মুছে গেছে কবে ... তবু কি জেগেছো নারী! ভোগ হতে ত্যাগ হেঁটে গেছো কত ; পারনী দিগন্ত 'কড়ি। তবে কেন মিছে সংসার মায়া... পর 'তরে শত বলিদান, মানুষ হয়ে উঠে দাঁড়িয়ো তো কভু ; বিধাতারে চেয়ে প্রতিদান।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register