Thu 30 October 2025
Cluster Coding Blog

T3 || আমি ও রবীন্দ্রনাথ || 26য় সুহিতা সুলতানা

maro news
T3 || আমি ও রবীন্দ্রনাথ || 26য় সুহিতা সুলতানা

ঈশ্বর ও আমি

আমি কী আবার উঠে আসতে পারবো? রৌরব থেকে ক্ষয় থেকে সমূহপতন থেকে? চারপাশে শত্রুর হাসির ঝিলিক গড়িয়ে গড়িয়ে যায় বিষাদ ও কান্নার নোনা জলে দিন ও রাত্রি বেদনার্ত হয়ে উড়তে থাকে । জীবনটা কী আসলে? মাঝরাতে আমি ঈশ্বরের মুখোমুখি থিতু হয়ে বসি হে ঈশ্বর: জীবন রহস্যের চাবিকাঠি আমাকে দাও আমি আরেকবার ওভারকোটের পকেটে হাত রেখে প্রকৃতি ও জীবনকে দেখতে চাই অন্ধকার খুঁড়ে খুঁড়ে তুলে আনতে চাই আলোর দিগন্ত মানব জীবনের জন্য অপরিহার্য ইচ্ছা প্রেম ক্ষুধা এ এক অদ্ভুত অভিজ্ঞতা পঁচিশ বছরের উচ্চাকাঙ্খা দুঃস্বপ্ন হয়ে ঝুলে থাকবে চোখের ওপর? জীবন মানেই কেন এতো দ্বিধা?এত সর্বনাশ? বিষুব জঙ্গলে ওড়ে বিষণ্ন মৌমাছি... কেন নিষিদ্ধ পথের দিকেই সকল যাত্রা পথ ? অদ্ভুত তামাটে জীবনে ব্রোথেলের সিঁড়িতে বসে আছে হুইস্কি হাতে এক ভবঘুরে মাতাল । সম্প্রতি সর্বস্ব খুইয়ে নরকের গেটপাস নিয়ে সেও ঈশ্বরের মুখোমুখি হতে চায় - শেষবার জানতে চায় মানুষের অতিরিক্ত বিনয় আর আবেগের প্রয়োজন আছে কিনা? মর্মভেদী আকাঙ্খিত আলো অদ্ভুত কৌতূহলে হেলে পড়েছে ঠিক আমার কাঁধের ওপর ; সহস্র সিক্ত ডানা নৈঃশব্দ্যের মন্ত্রে গেয়ে ওঠে জীবনের গান । হে ঈশ্বর এই তাহলে নিয়তি ? অনিবার্য অবলোকন?আদিম উথ্থান?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register