Thu 30 October 2025
Cluster Coding Blog

T3 || আমি ও রবীন্দ্রনাথ || 26য় উদয়ন চক্রবর্তী

maro news
T3 || আমি ও রবীন্দ্রনাথ || 26য় উদয়ন চক্রবর্তী

অতীন ও রবীন্দ্রনাথ

আলমারির ভেতর মোটা বই গুলো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে অতীন কিনে ছিল সবটা না হলেও অনেকটা পড়েও ছিল এখনও পড়ে। অতীনের ছেলে বলে ঐ বই গুলো আর ঠিক কতজন পড়বে বলতে পারো? তোমরা এবার ঐ লোকটকে নাড়াচাড়া করা ছাড়ো। অতীন কোনো কথা না বলে নিস্তব্ধ নিরুত্তেজে শুধু বলে ওরে ঐ অচেতন মলাটে এক সমুদ্র চেতনা ভরা আছে যার পাড় আছে গভীরতা অনিঃশেষ। যদিও এ কলঙ্ক মুছবার নয় তোরা জানিস যে সম্মান চুরি হয়েছে সেটা জাতিরই অপমান আসলে চুরি হয়েছে বাঙালির এক সমুদ্র অভিমান। নিশ্চুপ নিস্পন্দ ঠাকুরের চেয়ে ও যে অনেক সচল অনেক পূজনীয় ফুল চন্দন ছাড়াই হোক পূজো তার নামে এক বিশ্ব নাগরিক কবির কবি রবীন্দ্রনাথ রক্ত মাংসের এক মানব ঠাকুরের। এ তোমাদের অতীত ধরে থেকে নিরন্তর খুশি সেও তো এঁকে রেখে গেছে একটা খড়ির গন্ডি রেখে গেছে তার পরিধি দিগন্ত রেখা যতখানি তোমারা সেটুকু হেঁটে কিংবা না হেঁটে আজও অভিমানি। যদিও এ কথা সত্যি তবুও এখনো কিছু সাগর আছে পরিধি পেলেও গভীরতা মাপা হয়নি এখনো যদিও সে সাগর আর কেউ খুঁড়তে পারেনি আজও তাইতো ঐ সাগরের ঢেউয়ে দোল খেয়ে আমরা স্নান করি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register