Thu 30 October 2025
Cluster Coding Blog

|| T3 রবিচ্ছবি সংখ্যায় || উদিত শর্মা

maro news
|| T3 রবিচ্ছবি সংখ্যায় || উদিত শর্মা

নীল রং, লাল রং

দূর থেকে নীল প্রলেপ আসে , লাল প্রলেপ খুব কাছে জলরঙ থেকে মাতৃত্ব নেমে আসে কঠিন পরিশ্রমের পর আরও ফর্সা হওয়া গালে চুম্বন এঁকে দিয়ে যায় পড়ন্ত বেলার রোদ ।
না ফুলের ছবি নয় , পাখির ছবি নয় আমার চারপাশে ফুলের সমারোহ , পাখিদের চঞ্চলতা , তুমি পাশে বসো -
আজ একটা ঠাকুরের গান শোনাতে চাই আমার হারমোনিয়ামের ভেতর থেকে নীল রঙের তুলিটা বের করো লাল রঙের তুলিটা বের করো আমি প্রাণপণে রিড চেপে ধরেছি - অথচ ছবি ফুটে উঠেছে না সুরের ঝংকার নেই মন মতো
আমি ফুল দেখি , পাখি দেখি ছবি আঁকি , গান গাই কবিতা পড়ি ...
দূর থেকে লাল রং আসে , নীল রং আসে আমি জলরঙে ডুবে থাকি ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register