Sat 01 November 2025
Cluster Coding Blog

T3 || স্বাধীনতার খোঁজে || 26য় রেজুয়ান সরদার

maro news
T3 || স্বাধীনতার খোঁজে || 26য় রেজুয়ান সরদার

হে ভারতবর্ষ, তুমিই মহান

আগুন ঝরিছে বাতাসে; তব হিল্লোলে কল্লোল ধ্বনি সমবেত কণ্ঠে; উদ্ভাসিত কণ্ঠে জয় ধ্বনি, জয় জয় গান। মন উচাটন, তেরঙা বাতাস বহিছে অন্তরে। দন্ডে আলোকের ছায়া কাঠ। কালাপানি, চিতার ছাই ভস্ম বিপ্লবীর রক্তের বলিদান; সাগ্রহে মাঝরাতের গান, সদনে বাজিবে ,উঁচিবে তেরঙা রাঙা সূর্যের মাঝে চক্রের গতি দুর্বার।
সবুজ ঘাসের রক্তের দাগ মুছিবে ,ভুলিবে অশ্রুজল। আজ মহানন্দ, মহাখুশি; জাগিছে ভারতবর্ষ, উন্নত শির! হাতে হাত রাখি বন্ধন তেরঙার মলিন বেশ মুক্ত; মুক্ত বাঁধন করোটির।
না ঘাস; আভাস প্রকৃতির সাজ, তেরঙার সাজ; গোধূলির লাজ! স্বাধীন আকাশ, স্বাধীন বাতাস; স্বাধীন পাখিদের দল, কিচিরমচির শালিখের কোলাহল।
আজ মিলনের গান বাজিবে প্রাণে, ছোঁয়া-অচ্যুত, সমবেত কণ্ঠে, গাহি তবে আজ জয় জয় গান; এই বিশ্বমাঝারে বিধাতার দান, হে ভারতবর্ষ আমার, তুমিই মহান।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register