হটাৎ দেখি আলতা মাখা পা,
ভোরের ঘাসে শিউলি গালিচা,
সুবাস তুমি যাওনি আজো ছেড়ে;
মিথ্যে ভাবা তুমি এলে না।
গোধূলির গাঢ় লাল টিপ,
কপাল ছোঁয় সন্ধ্যে লগ্নে ঠিক,
দুহাত বাড়াই কারণ খুঁজে মরি;
বাতাস হয়ে জড়িয়ে ধর ঠিক।
You must login to post a comment. Already Member Login | New Register
Copyright 2025 TechTouch টক, All rights reserved.
0 Comments.