- 7
- 0
এই রান্নাঘরে তুমি বসেছ যোগ নিয়ে
বিয়োগও করো কখনো কখনো --
ধরো চারকাপ চা তিনজনকে ভাগ করে
দিতে হবে , অথবা
দুটো মাছ পাঁচজনকে ।
এইসব উদারতার রাজহাঁস
আমার ভীষণ পছন্দের ।
যদি পাঁচটি কোকিল আমার
বাগান থেকে উড়ে যায়, যাক্ না --
অন্য কোনো বাড়ির কার্নিশে
ওরা দিব্যি জুড়ে দিতে পারে
বসন্তের আবাহন ।
0 Comments.