Mon 27 October 2025
Cluster Coding Blog

প্রবন্ধে রতন বসাক

maro news
প্রবন্ধে রতন বসাক

অত্যাচারের সঠিক বিচার করতে হবে কোনো রঙ না দেখেই

ভালোবাসার প্রতিরূপ স্বাভাবিক যৌন জীবন, আমাদের সমাজে মেনে নেওয়া হয় । যার কারণে পুরো বিশ্ব এগিয়ে চলেছে । কিন্তু যখন অস্বাভাবিক অর্থাৎ ইচ্ছার বিরুদ্ধে যৌন কর্মে লিপ্ত হয় কোনো নর-নারী তাকে ধর্ষণ বলা হয় । এখানে কোনো প্রেম-ভালোবাসা থাকে না । এই ধর্ষণ হলো এক রকম শারীরিক ও মানসিক অত্যাচার । এই সমাজে সেটা পুরুষের প্রতিও হতে পারে, আবার নারীর প্রতিও হতে পারে ।

এই ধর্ষণ আগেও হতো আর এখনো হয় । আগের ঘটনাগুলো ততোটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়তো না । বর্তমানে বিজ্ঞানের আবিষ্কার মিডিয়ার দৌলতে আমরা যেকোন ঘটনাই খুব সহজে জানতে পারি । বিশ্বের কোন প্রত্যন্ত গ্রামেই হোক কিংবা শহরে হোক । আর মানুষ এই ঘটনা জানতে পেরে প্রতিবাদে সামিল হয় খুব সহজেই । অন্যায়ের সঠিক বিচার চেয়ে মানুষ প্রতিবাদে নামে পথে ।

প্রাকৃতিক কারণেই নারীরা একটু দুর্বল হয় পুরুষের থেকে, এটা স্বাভাবিক । আর এই কারণেই পুরুষরা নারীদের প্রতি অত্যাচার খুব সহজেই করতে পারে । যদিও দেখা গেছে আজকের বিশ্বে যে, নারীরা পুরুষের সমান কর্ম করতে পারে যেকোনো ক্ষেত্রে ।

ধর্ষণ হ্যাঁ ধর্ষণ নামক এই অত্যাচার খুব সহজেই করতে পারে একজন পুরুষ । যদিও এদের পুরুষ বলা অন্যায় হবে । এরা তো এই সমাজে পশুর থেকেও অধম । আজও এমন কিছু পশুর চেয়েও অধম মানুষ আমাদের সমাজে আছে বলেই । নারীর ইচ্ছার বিরুদ্ধে যৌন কর্মে লিপ্ত হয়ে, ধর্ষণ করে । তারা নিজের মনের ক্রোধের সুখটা মিটিয়ে নেয় । এবং এই জঘন্য কর্মের প্রমাণ লোপাটের জন্য সেই নারীকে হত্যাও করে থাকে ।

এমনিতেই বিশ্বে পুরুষের সংখ্যার থেকে নারীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে । আর এর ফলে আমাদের আগামীতে এক বিশাল সমস্যায় পড়তে হবে । তাই বিশ্বে প্রতি দেশেই নারী বাঁচাও অভিযান শুরু হয়ে গেছে । কিছু রাজনৈতিক ও আর্থিক কারণেই ধর্ষণকারী আজও ছাড়া পেয়ে যাচ্ছে দোষ করেও ।

নারীদের প্রতি যেকোনো অত্যাচারই আমাদের গম্ভীরতার সাথে নিতে হবে । তাদের রক্ষা করার জন্য দেশে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে । যাতে কোনো মানুষ সাহস না পায়, নারীদের প্রতি অত্যাচার করতে । রাজনীতি-জাতি-ধর্ম-বর্ণ দূরে সরিয়ে রেখে এই অত্যাচারের বিচার করতে হবে ।

একজন নারী সুন্দর, সুস্থ ও স্বাভাবিক জীবন পেয়ে নির্ভয়ে থাকলে, সে একজন সুন্দর সন্তানকে জন্ম দিয়ে উপহার দিতে পারে এই বিশ্বকে । যা আমাদের সমাজ, দেশ তথা বিশ্বকে আরো ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে । শুধুমাত্র একদিন-দুদিন প্রতিবাদ করে নয়, বাস্তবে নারীরা যাতে সম্মানের সাথে বাঁচতে পারে তার ব্যবস্থা সরকারি ভাবে করতেই হবে ।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register