- 7
- 0
সারাটা পুজো কাউতালিতেই কেটে গেলো
উৎসবের টুনি বাল্বে প্রেমিক দেখলো
প্রেমিকার মুখ।
বেশ কবি কবি ভাব।
ঘন্টা , মিনিট ও সেকেন্ডের কাঁটাগুলো
নতুন জামা পড়ে এসেছে …
মাইকে মাইকে ঘোষণা হলো
ভালোবাসার রং ।
অষ্টমী মানেই শাড়িতে পাঞ্জাবিতে
শরতের প্রেম --
প্রপোজ না করতে পারা খয়েরী রং
লেগে যায় অভিমানী ওড়নায় ।
নদীর মতো চোখের পাতায় ফুটে ওঠে
নবমীর সন্ধ্যা…
এই দাপুটে ভালোবাসার কাছে ৭ গোলে
হেরে যায় ক্যাচালে ভাইরাস
যাকগে --
এসো এই বেহিসেবি উৎসবে
ভার্চুয়াল আলিঙ্গনে মেতে বলে উঠি
শারদীয় শুভেচ্ছা ।
0 Comments.