Thu 06 November 2025
Cluster Coding Blog

|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 26য় কেকা মল্লিক

maro news
|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 26য় কেকা মল্লিক

মা

চিতার শেষে মায়ের আঁচল ছিল যার ভরসা
খুদকুঁড়ো জোগাড় করতে বেঁচে ছিল মা গতর
সবকিছু বৃথা গেল একদিন সে পুরুষ হল
ভুলে গেলে শৈশব মায়ের স্নেহের স্থপতি
সেই একদিন মাকে ছেড়ে গেল স্টেশনে জীবন করতে ফর্সা !

মা

শখ করে বিয়ে দিয়ে ছেলের বউ এনেছিলো ঘরে
গেঁথেছিলো সে স্বপ্নের মালা ফুলডোরে একদিন তাকে ফেলে গেল তারা কোন এক হাসপাতালে
সেবা নাকি তাকে করবে সেবিকা
তারা রবে একা একা
ওরে বাছা কী হারালি কি জানিস না তুই ফিরে দেখে বাড়ি বেচে গেছে সাথে মা

মা

ঘর ছিল , বর ছিল , ছিল সাজানো সংসার হঠাৎ নিভে গেল দ্বীপ আধার ঘনালো স্বজন পরিজন ছেড়ে গেলে তাকে পলকে
যে ছিলো আপন , ঠকালো তাকে
তাই তার ঠিকানা বদল
মা এখন গান গায় "এই বেশ ভাল আছি"

মা

বাপ মরা মেয়েটার দোজ বর বিয়ে হল
শর্ত সে মা হবেনা কোনদিন , আগে তার ছেলে আছে
একদিন সাদা থান পড়ে ভাসিয়ে দিলো গঙ্গার জলে
দেখলো না কেউ জিজ্ঞেস করলো না বুকের ব্যথা যে সন্তানের জন্য নিজের জঠরে নিলোনা মাতৃত্ব
ডাকলো না কোনদিন মা বলে তারা
ফেলে দিয়ে গেছিল কোন এক আশ্রমে হারিয়ে গেল ভাই হারিয়ে গেল পুরনো রাস্তা বাড়ি
কলকাতা শহর আজ বহুদূর আজ সে বাস করে এক অন্তঃপুর অবসরে
খুব কি মন্দ আছি বেঁচে তো আছি !

মা

একদিন উঠোনের কোনে শিউলি বিছিয়ে সুরভিত ছিলো মা'য়ে ছা'য়ে
আজ তারা আবছায়া স্মৃতির সরণী বেয়ে!

মেয়ে

আর কিছু কচিমন আঁচল খুঁজে বেড়ায় বালিশের পাশে
অনুশাষনের পর আস্কারা যদি দিতো মা ভালোবেসে

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register