- 6
- 0
আঁধার কালো রাতের আকাশ তারায় ভরা আলো
সেই আলোতে কালী মেয়ে তোরেই মানায় ভালো।
যে মা দুর্গা সে-ই মা কালী বাঁচাতে বসুধারে
এসো মা ধরায় যুগে যুগে তুমি মঙ্গল পারাবারে।
জয়ং দেহি যশং দেহি-- অসুরবিনাশী দুর্গা মা
মনের কালো মেটাতে আজ ডাকছি তোমায় কালী মা।
মন সঁপেছি আদ্যাশক্তি মহামায়ার রাঙা পা'য়
রাঙাজবা তোমার পায়েই অপরূপ শোভা পায়।
ঘর সাজাতে মন ভরাতে মঙ্গলদীপ জ্বালি
অশুভ বিনাশে শান্তির বাসে সহায় হও মা কালী ।
সাজাই ধরণী আলোকমালায় বুকে শান্তির বাসনা
দীপাবলির আলোয় ঘুচাক মনের কলুষ কামনা।
0 Comments.