Thu 06 November 2025
Cluster Coding Blog

|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 26য় মন্দিরা ঘোষ

maro news
|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 26য় মন্দিরা ঘোষ

মেষ রাশি

সেই ঋতুমতী বিকেল, বিরহমাথুর আকাশ
নিঃস্বতার স্নান সেরে উঠে আসে নিশি।

সব আলগা টানের কাছে ধূপ আর শঙ্খের ঔরস। আত্মমন প্রদীপের শিষ।
যজ্ঞপুরুষ আচমন সারেন।থিরথির নদী।
উপবীত আর মন্ত্রপাঠে চলকে ওঠে জ্যোৎস্না।
বশীকরণ ভেসে যায়।উপধাতুতে পরকীয়ঘাম।
লেখে নাম গোত্র উপচারজ্বর।আতপের গুঁড়ো।
যব আর সর্ষেফুল।

ভ্রমণলগ্ন বিষুবের ঘর।মেষরাশি জুড়ে শুধুই সংক্রমণ।
জ্যোতিষ্কের ধাতুমুখ খুলে পড়ে।
সংক্রান্তির গায়ে বিন্দু বিন্দু নৈশজল।
আরতি ফুরিয়ে যায়।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register