Thu 06 November 2025
Cluster Coding Blog

|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 26য় উজ্জ্বল কুমার মল্লিক

maro news
|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 26য় উজ্জ্বল কুমার মল্লিক

তারা - মা

সমুদ্র- মন্থনে রত মত্ত দেবাসুর,
মন্থন-রশি বাসুকি, ত্রাহি ত্রাহি রবে;
যে করেই হোক চাই-ই অমৃত-সুধা,
নভ,জল-স্থল ভরুক না হলাহলে।
দেব-দেবান্তকের বিভেদ মুছে যায়
লক্ষ্য এখানে একই, অমৃত- কলস
আছে তলদেশে,পেতেই হবে বাহির;
একে একে ওঠে উচ্চৈঃশ্রবা,পারিজাত,
উঠেন কমলা,অমৃত- কলস কাঁখে;
উল্লাসী, দেব-দেবারি অমরত্ব লোভে।
বাটোয়ারা হয় সব দুই দল মাঝে,
অবশিষ্ট হলাহল, মহেশের তরে;
বোধ- শূণ্য হ'লে ভোলা তীব্র বিষ পানে,
সংজ্ঞা ফেরে তারা মা'র বক্ষ-সুধা
গুণে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register