Wed 05 November 2025
Cluster Coding Blog

|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 26য় সপ্তর্ষি গাঙ্গুলী

maro news
|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 26য় সপ্তর্ষি গাঙ্গুলী

আগামীর কলি

দিবানিশি তোর শুভাগমনের মহালগনের অধীর প্ৰতীক্ষায় রই বসে
থেকে থেকে আমোদোদ্দীপনায় নিজ অন্তরপানে চেয়ে আনমনে উঠি হেসে।
মনের কোণে অহর্নিশ দিয়ে চলে উঁকি অজানাকে জানবার কতই না অনুসন্ধিৎসা !
তোর নয়নের তারায় যেন রইবে সঙ্গোপনে আমার সহস্র বৎসরের জিজীবিষা।
আগামির অনিশ স্রোতে গা ভাসিয়ে দিয়ে একদিন ঠিক উঠবি এসে আমার কোলে।
তোর মধ্যেই অতীতের নিজেকে খুঁজে পেয়ে এ হৃদয় উঠবে সেদিন দোদুল দুলে।
হৃদয়ে বাসা বাঁধে আশা ; দুলোচন ভরে দেখব কবে তোর হরেক মাতন ভঙ্গী!?
ক্রীড়াচ্ছলে তোর মধ্যেই আবার পাব ফিরে আমি হারানো শৈশবের সকল সঙ্গী।
তোর আগামির সাথে আমার অতীতের সঙ্গমে পাবে নাকো স্থান প্রজন্মগত কোনো ব্যক্তিত্বের সংঘাত।
দৃঢ় সংকল্পে রইব অটল; বক্ষমাঝে অপত্য স্নেহে তোকে রাখব আগলে আসুক জীবনে যতই ঘাত-প্রতিঘাত।
নিজের অপূর্ণ অভীপ্সা সব ভালোবাসার ডালিতে সাজিয়ে নিয়ে জীবন তোর তুলব ভরে।
কোনো অশুভ শক্তির চোখ রাঙানিতে হবে না চ্ছিন্ন; সম্পর্ক বাঁধব এমন এক অটুট ডোরে।
প্রগতির বিস্তীর্ণ আসমান জুড়ে একদিন উড়বে তোর সাফল্যের অগুনতি ফানুস।
প্রসিদ্ধির জৌলুস বিনয়ের অবগুন্ঠনে রেখে তুই যেন হয়ে উঠিস প্রকৃত মানুষ।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register