- 5
- 0
কোটি কোটি জোড়া চোখ নজর রাখে,
একে অপরের বা
একের ওপর কোটি ,কোটির ওপর এক।
কারও প্রয়োজন, কারও শুধুই
শুধু তাকিয়ে থাকার অফুরন্ত সময়,
কারও বা পোশাকি জৌলুসে-- 'হেভেনলি অর্গাজম',
কারও বা পেট চালাতে হানাদারি, খিদমতগারী;
ব্যক্তিগত সঙ্কুলান নাড়া-ঘাঁটা!
কারও বা সমর্থন চাই, কেউ বা কারও সমর্থনে--
কাছা টেনে খোলে।সকলের শপথ--সাফাই!
দাবী, সব রাস্তা--
ঝেঁটিয়ে হোক সাফ! নেই কোনো মাফ!
ট্রাফিক জ্যাম সাড়ে না তাতে। গাড়িগুলো আটকে থাকে জ্যামে। উত্তাপ বাড়ে। এগোয় না
চাকা। মরচে ধরে নানা যন্ত্রে।
শিকার চাই সকলের, যে কোনো তন্ত্রে-মন্ত্রে।
শিকারি ও শিকার দুই-ই খুঁড়ে চলে কবর…
0 Comments.