Sun 19 October 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্য -তে জবা চৌধুরী

maro news
ক্যাফে কাব্য -তে জবা চৌধুরী

হায় করোনা

সামাজিক দূরত্বতে ঘোলা ওই আয়নাটাতে একই মুখ দিন-বে-দিনে নিজেকে ভাবায় ----!
লেখালেখি বাদ সেধেছে ধারে-কাছে আর ফেরে না চিন্তারা করোনা-মুখী মনকে কাঁদায় ----!
কবিতা, তোকেই খুঁজি আষাঢ়ের বাদল রঙে ছুঁয়ে যা মন আদরে মিষ্টি ছোঁয়ায়---!
এলে কেউ আপন মনে নিরালা মনের কোণে যত বলি সঙ্গী হয়েই চল যমুনায় ---!
চোখ ভরে দুষ্টুমিতে কিঙ্কিণী কঙ্কণেতে পায়ে তুলে রিনিঝিনি খুশিটি পালায় ...!
করোনার করুণাতে মনেতেই বনবাসেতে সব ছেড়ে একলা থাকি ঘরের কোণায় ---!
যাবে কবে, কেউ জানে না হাজারো ভরা বায়না খবরে খবরদারি শুধুই শাসায় ----!
হাত ধুই, মিনতি করি গ্লাভস আর মাস্কও পরি ভয়-ডর নেই যেন তার দু'চোখ রাঙায় ----!
দু'গালে দু'হাত চেপে আজ ভাবছি সকাল থেকে তুলে নিলে করোনাতে মনে রেখো গো আমায় ---!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register