Mon 20 October 2025
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অনুভা নাথ

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অনুভা নাথ

আই কান্ট ব্রিদ

মায়ের বেড়ে ওঠা গর্ভের মধ্যে লালিত কন্যাভ্রূণের অস্তিত্ব মুছে দেওয়ার সময় পুরুষতান্ত্রিক আঁচে জ্বলে যাওয়া জঠর যন্ত্রণায় চিৎকার করে উঠে বলে #আই কান্ট ব্রিদ তুমি তখন মাল্টিপ্লেক্সে সিনেমায় চোখ ডুবিয়েছো, হয়তো বা তার সাথে মনও।
পরিযায়ী শ্রমিকের হাতে গুটিয়ে থাকা জীবনের পুঁজি সম্বল থেকে গড়িয়ে পড়া ব্যর্থতা তাকে বাড়ি ফেরাতে পারে না রাজপথের ধূলো বিদ্রূপ করে নোংরা পা কে সে কষ্টে কুকঁড়ে যেতে যেতে বলে #আই কান্ট ব্রিদ তুমি তখন ব্যাঙ্কের ডেবিট ক্রেডিটের হিসাবে ব্যস্ত।
অ্যামাজন দাউদাউ করে জ্বলে আগুনের শিখায় প্রকৃতির প্রতি অন্যায় ভেসে ওঠে প্রতিটি গাছ, প্রাণীর বিপন্নতায় মূর্ত অ্যামাজন তোমার কাছে ঝলসে গিয়ে হাহাকার করে বলে #আই কান্ট ব্রিদ তুমি তখন অনলাইন শপিং এর নেশায় বুঁদ।
এই পৃথিবীর প্রকৃতি, জীবন একসময় একসাথে চিৎকারে ফেটে পড়ে তুমি তখন হাঁফিয়ে ওঠো, অপাঙ্গে তাকাও তোমার পাশে তখন কেউ অবশিষ্ট নেই, তোমার একা আমিটা প্রাত্যহিকের গ্রীণরূমে বলতে চায় #আই কান্ট ব্রিদ, কিন্তু তোমার গলা থেকে কোনও শব্দ বেরোয় না এখন যে বড্ড দেরী হয়ে গেছে। শ্মশানের স্তব্ধতা ঘিরে ধরে তোমার অস্তিত্বকে নির্জনে তুমি ভাবতে বসো এখন এত অক্সিজেন নিয়ে তুমি কি করবে?

নতুন পৃথিবী

মা আসছেন যে জ্বলে যাওয়া আগুনের সন্তাপে সতীদাহ হয়েছে সেই আগুনের তাপ দুর্গাপুজোর আবহে হয়ে ওঠে শুভ প্রার্থনা ।
যে অস্ত্র গুলো দিয়ে সময়ের অবস্থানে মানুষ যুদ্ধ করেছে, সেগুলোই বরাভয় হয়ে একে একে মায়ের হাতে সজ্জিত হয়েছে।
বাহনরূপে প্রকৃতি, অন্নরূপে ধানের ছড়া, বস্ত্ররূপে পুজোর চাঁদোয়া, বাসস্থান রূপে মায়ের আটচালায় প্রতিফলিত হয় জীবনের মূল প্রয়োজন । জন্মের মহিমা ও মৃত্যুর ছিন্নমূলের সবটুকু ছাপিয়ে ভেসে থাকে মাতৃত্বের অপার সত্যতা।
মায়ের আবাহনের শ্রুতি মন্ত্রে আমাদের ভিতরের পার্থিব দৈন্যতা জ্বলে যায়, বিদ্বেষের হিংস্রতা মুছে গিয়ে প্রত্যেকটি দুর্গা মন্ডপ মানবতায় উত্তীর্ণ হয়, অঙ্কুরণ ঘটে নতুন পৃথিবীর।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register