Mon 20 October 2025
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় ইন্দ্রাণী বিশ্বাস মন্ডল

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় ইন্দ্রাণী বিশ্বাস মন্ডল

কংসাবতী

জলহীন চোখে জেগে আছে কংসাবতী বছর ভর রোদ লেগে সোনার বর্ণে খড়ি উঠতে শুরু করেছে নৌকোগুলোর সারা বছর বৃষ্টি হলনা শ্রাবণেও তাই কংসাবতীতে খরা।
কংসাবতীর দুই পাড়ে সাদা বালুরাশি যৌবন পেতে শুয়ে আছে। ধিকিধিকি মন জ্বলে কংসাবতীর জানেনা বন্ধ্যাদশা আর কতকাল,
এই শ্রাবণে কংসাবতী ভর-ভরন্ত প্রাণবন্ত থৈথৈ হল কই?
বৃষ্টিহীন আতঙ্কের ঢেউ, জলের অভাবে চাষ-জমির যৌবন শুকোয়, আর শুকোয় কলসিকাঁখে বধূর শীর্ষসুখ।
বেগবতী নদীটি শুকিয়ে ফাটে নদীতে জলের আকাল সুযোগ নিয়েছে কিছু মানুষ সম্পর্কে এখন ঘামের গন্ধ ওঠে।

আবহাওয়া

একটি দ্রুতগামী মেঘ ধাক্কা দিয়ে এগিয়ে চলে গেল, বলে গেল সে গন্তব্যে যাচ্ছে।
তবে আমি কোথায় যাচ্ছি? আমি কি কোনো প্রস্তরযুগের ফসিল? নাকি নালন্দা মিউজিয়মের পালযুগের কোনো ভগ্ন বৌদ্ধমূর্তি!
একটি দ্রুত বওয়া হাওয়া আমার ওপর দিয়ে বয়ে গেল। বলে গেল, সেও গন্তব্যে যাচ্ছে।
অবাক হয়ে প্রশ্ন করি চোরকাঁটাকে ওদের এত তাড়া কেন? আবহাওয়াবিদের কাছে শোনা সন্ধ্যের দিকে ঝোড়ো হাওয়া বইবে, তাহলে এখন কিসের উচ্ছ্বাসে
আমাকে দুরমুশ করে শূন্যতার কাছে ফেলে রেখে গেল ?
রাতে অনেক ঝড়ের পড়ে হাওয়া থেমে ছিল, তখন সে কানের কাছে মুখ এনে জানতে চেয়েছিল খুব কি লেগেছিল?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register