একটি ভালুকবাচ্চা রোজ টহল দেয় ঘরের সাজানো
বাগানে, মাঝেমাঝে বাইরেও বেরিয়ে পড়ে, যাকে সে
খুঁজছে তাকে পায় না কখনো, অথচ কত সহস্র
জনের সঙ্গে দেখা হয়, সৌজন্য- বার্তা বিনিময়
হয়, ভালুকবাচ্চা এইভাবে ধীরে ধীরে বড়ো হয়ে
ওঠে, তার সাধ হয় গায়ের সাদা- সাদা লোমের
রঙের সঙ্গে মিলিয়ে দেওয়া বরফের সাদার
দিগন্তে ছোটাছুটি করবে, তারপরেই সে গেল আলাস্কায়।
0 Comments.