Tue 21 October 2025
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় শর্মিষ্ঠা ঘোষ

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় শর্মিষ্ঠা ঘোষ

তুমি জানো? 

ঠেকে ঠেকে আমি যে বেশ কিছুটা সেয়ানা হয়ে উঠৈছি তুমি জানো? তুমি কি জানো যে সব বোকামির জন্য অস্বস্তিতে ফেলেছি একদা যা যা খামতিতে স্ক্রাপ বলে ছুঁড়ে দিয়েছ কাবারিওয়ালার ঝুড়িতে যে রকম আবেগী মাথাখারাপ হাসির খোরাক করেছে জনসমক্ষে রিপিট করি নি বরং চাবকে চাবকে ছাল তুলেছি ভুলের খেসারতে এত সবকিছু তোমাকেই জানাতে ইচ্ছে করে দেখাতে ইচ্ছে করে যদি সেদিন হতো মন মতো সব যদি জন্মাবধি তুমিও চাইতে তালমিল হাঁটা হতো যদি একদম হাতের ভেতর হাত গলাগলি ডুবসাঁতার হতো অস্হির দীঘি চোখ যদি সফল ডুবুরি হতুম যদি বদল হতো অবাধ্য ভবিতব্য রেখা যদি ভুল করে না চাইতুম ছুঁতে সুন্দর লজ্জাবতী লতা হয়তো এখনো কোন বিনা অঘটনে থাকা হতো পাশাপাশি তবু একা দূর দ্বীপে রবিনসন ক্রুশো দুজনেই এইসব বলাবলি উহ্য থাকে হঠাৎ দেখায় প্রতিদিন প্রোপাগন্ডা ফেসবুক পেজে চেনা নেই জানা নেই যেন কিছু যৌথ ছিলনা তুমি তো অনেক বেশি জানতে বুঝতে সেভাবেই বুঝেছিলে বুঝি এর কোন পরিণতি নেই এরকম উদ্ভ্রান্ত বাঁচাও যায়না চিরদিন শুধু ভালোবাসা যায় মুহূর্ত পাওয়া হয়ে আলো জ্বালা যায় আনন্দঘন আমিও সেসব বুঝি সময় গড়িয়ে আমি আজ পাখনা পোড়াই একলা একলা

প্যানিক 

ক্রমশ না তাকানো শিখে যাচ্ছি বুঝতে পারি আপনি চূড়ান্ত হতাশ হয়তো প্রতারিতও সব অনর্গল খুলে গেছে আর বিবেকবাবুর বগলদাবা হাত প্যানিক বোধ করছেন যে কোন প্রশ্নে মহতী বিপন্নতা আত্মপরিচয় পর্যন্ত দিতে পারছেন না পায়ে পায়ে বেড়াল হয়ে যাচ্ছেন মিঁউটা যুৎসই হচ্ছে না নিস্ফল আক্রোশে সিডেটিভের দিকে হাঁটতে থাকবেন কিংবা ঝাঁকের কই আলাদা হবার অহং থেকে চুরচুর এক আবছা ছায়া ভরকেন্দ্র খুঁজতে খুঁজতে হারিয়ে যাওয়া মানুষ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register