Tue 21 October 2025
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় প্রদীপ্ত দে

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় প্রদীপ্ত দে

পথ

এ পথ দীর্ঘ । অপেক্ষা আর উপেক্ষা দুই প্রান্তিক স্থান । অপেক্ষা থেকে হাঁটতে শুরু করে যত কেউ উপেক্ষার নিকটবর্তী হতে শুরু করে তত কমতে থাকে পথের দুপাশে পাতা- ফল-ফুল-পাখি । বসন্ত হ্রাস পায় । প্রাবল্য বাড়ে শৈত্যের । শেষের দিকে শুধু থেকে যায় নিরাভরণ বৃক্ষরাজি আর পথের দুধারে জীর্ণ পাতা।
পথিক যাত্রার অভিমুখ অনুযায়ী নির্ধারণ করে পথের নাম । অপেক্ষা থেকে হাঁটতে হাঁটতে পথিক যখন উপেক্ষায় এসে পৌঁছায়, তখন নামকরণ করে জীবন । জীবন পথের পথিক উপেক্ষায় এসে জ্বালা মেটায় দু-দন্ড । শান্তি পায় না। ক্রমশ দুর্বিসহ হয়ে ওঠে চারপাশ ।
অন্যদিকে, উপেক্ষা থেকে যাত্রা শুরু করে কেউ যদি শেষে অপেক্ষায় এসে পৌঁছায়, নাম দেয় ভালোবাসা। ভালবাসার পথ ধরে যারা চিরহরিৎ অপেক্ষায় এসে পৌঁছায়, তাদের আর কোথাও যাবার থাকে না । তারা সেখানেই বসত করে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register