সৌমাল্য গরাই-এর কবিতা
ভূমিকা
সাক্ষাৎ ছিল না কোনো। বইয়ের পাতায়
যেভাবে পুরনো প্রিয় লেখা থেকে যায়
তারপর থেমে যাওয়া কিছু দীর্ঘশ্বাস
মনে রাখে অক্ষরের বিষণ্ণ বিবাহ
আসলে ওসব ছিল বানান ভুলের প্রতিশ্রুতি
পৃষ্ঠাটি ফাঁকাই।
শুধু তার ফেলে যাওয়া লাল টিপ থেকে
জন্ম নিচ্ছে ভূমিকারা
0 Comments.