T3 || বাণী অর্চনা || 26য় সুশান্ত সেন
সময়
সময়টাকে ভাসিয়ে দিতে
পারলাম না ।
স্মৃতিটা ঠোঙার ভেতর পুরে
কুলুঙ্গীতে তুলে রাখলাম
কোন এক সময়ে দেখব বলে ।
এখন এই বিকেলে এসে দেখছি
কুলুঙ্গীতে নানা পোকা ঢুকে
ঠোঙা টা ঝাঁঝরা করে দিয়েছে
সময়টাকে আর খুঁজে পেলাম না।
0 Comments.