Thu 30 October 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান মধুরিমা মুখোপাধ্যায় রায় (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান মধুরিমা মুখোপাধ্যায় রায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১২১ বিষয় - মনের ওপারে

হৃদ- অতলে

আমার মনের ওপারে- একটা নদী আছে! ডুবতে চাইলে শীতল জল পাবে । আমার মনের ওপারে একটা- গভীর সমুদ্রও আছে, তবে তুমি ডুবে যেতেও পারো, জোর দিয়ে বলতে পারিনা- ঐ অতলে তল পাবে! আমার মনের অতলে- একটা ঝর্ণা আছে, চাইলে সেই ছন্দে তুমি দোল খাবে, অসাবধানে পা ফেললে হয়তো- প্রেমের স্রোতে ভেসে যাবে । আমার মনের অতলে, কোথাও যেন একটা পাহাড় আছে। আমাকে অহেতুক আঘাত দিলে, তুমিও কঠিন ধাক্কা খাবে । আমার মনের অতলে, গভীর খাদ আছে । সামলে যদি না চলো প্রিয়, তুমি তো অতলে তলিয়ে যাবে । আমার মনের অতলে- যে গহীন বন আছে । সেখানে এসো প্রিয়, সুশীতল ছায়া পাবে । আমার মনের অতলে, যে আমি লুকিয়ে আছি- সেখানে এলে প্রিয়, তুমি তোমার প্রেমিকাকে খুঁজে পাবে ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register