Wed 29 October 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান পরী(নন্দিতা দে) (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান পরী(নন্দিতা দে) (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১২৩ বিষয় - মোহ

মোহের মোহনা

মোহের বশে আমি আছি,না জানি আরও কতজন! মোহ ত্যাগে কজন হতে পারে ভবে মহানজন। মোহের অনেক প্রকার ভেদ,আছে সাত কাহন; মহামানব ব্যাতিত প্রায় সবারই আসক্তি গভীর গহন। সংসারের প্রতি প্রবল টান সেও এক মোহ, অর্থের প্রতি অনুরাগ সেটিও প্রকারভেদে মোহ। যারা হলেন ঘোর সংসারী সন্তান সন্ততীতে বাঁধা ; ভাবতেও পারে না বানপ্রস্থ চোখে লাগে সব ধাঁধা । এটিও মোহের স্বরুপ এক,মায়ায় দুনিয়া গাঁথা - মোহ মায়া একেই বলে নয় কাব্য কথা। মায়ার জাদু ছড়িয়ে রয়েছে বিশাল ভুবন জুড়ে, মায়া কাটানোর সহজ পন্থা কি আদৌ পাবে খুঁজে ফিরে! মোহ-মায়া অঙ্গাঙ্গী প্রকাশ যেমন অর্ধনারীশ্বর : উত্থান পতন নিয়েই মোহ রুপ পায় যে বাসনার । মোহ মায়া শ্রেয় নিয়ন্ত্রণে, অধিক হলেই গোল - ভারসাম্য বজায় রইলেই হবে না টলমল। প্রেমে আবিষ্ট কপোত কপোতী মোহের অধিকারী ; মায়ায় তাদের প্রেম মোহ হয় প্রতিনিয়ত যুগান্তকারী। মোহ-মায়ার ঘটে উত্তরণ হাত ধরাধরি করে জীবন পথে ; সাধারণ মানব চালাবে এজীবন মায়াময় মনোরথে। প্রশ্ন মনে মোহ তুমি,ভাল না খারাপ? উত্তর পেতে দিশেহারা মন করে যে বিলাপ । ভাবি বসে অবশেষে, মোহ তুমি জীবের অভ্যন্তরীণ ভাবের রুপ রেখা - তোমার থেকে নিষ্কৃতি মিললে , তবেই অতিন্দ্রীয় জগৎ সুগম হয়ে- পথ চলা যায় শেখা ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register