ক্যাফে কাব্যে তীর্থঙ্কর সুমিত
ধানের শহরে
হয়তো এখানে
মাঠের আলপথ ধরে
দ্রুত পায়ে তৃণশূন্য প্রান্তরে
একাকী হেঁটে চলেছি...
অজানার দৃষ্টান্তে নিজেকে চিনবো বলে
তারপর কি এমন কথা ছিল?
ঝাউবনের সোঁ সোঁ শব্দে
নিজেকে উজাড় করে দিয়েছি
আর ক্রমাগত ধানের শহরে নিজেকে গ্রাম করে তুলেছি।
0 Comments.