T3 || ঘুড়ি || সংখ্যায় ডরোথী দাশ বিশ্বাস
ঘুড়ি
শেষ বিকেলে তুমি এলে ঘুড়ি নিয়ে...
কি বিশাল ঘুড়ি।
বাতাবিলেবুর ডালে আটকে দিলে।
লেজটা মাটি স্পর্শ করলো।
গাছও নড়ে না,
ঘুড়িও ওড়ে না।
সে কথা বলতেই হেসে ফেললে,
বুঝলাম, ছেলেবেলায় ফিরে গিয়েছিলে।
সুতোয় মাঞ্জা দিয়ে
প্রচুর সুতো লাটাইয়ে জড়িয়ে
চলে গিয়েছিলে স্কুলের মাঠে।
তারপর একটু একটু করে সুতো ছেড়ে ধরে টেনে খেলাচ্ছিলে আকাশে...
একা ঘুড়ি...
রঙীন...
বিস্তৃত আকাশ পেয়ে
অবাধ স্বাধীন...
উড়তে চায় কল্পলোকে...
ঠিক তখনই,
রাশ টেনে নিয়েছো।
লাটাই যে তোমার হাতে।
তখনও বুঝিনি,
পরে বুঝলাম,
এ ভাবেই প্রাত্যহিক জীবনে
চলতে হয়-
লটকে আছে ঘুড়িটা।
যেন সঙ্গ বিমুখ।
0 Comments.