Tue 28 October 2025
Cluster Coding Blog

T3 || ঘুড়ি || সংখ্যায় সুমিত মোদক

maro news
T3 || ঘুড়ি || সংখ্যায় সুমিত মোদক

উড়ে যাচ্ছে

হাজার হাজার স্বপ্ন নিয়ে উড়ে চলেছে মন ; মনের মধ্যে আকাশ , মনের মধ্যে বাতাস , সেই বাতাসকে কাটাকুটি করে উড়ছে কিশোরবেলা ; কখনও মেঘকে ছুঁয়ে দিচ্ছে , কখনও বা মেঘের আড়ালে লুকিয়ে পড়ে খেলছে লুকোচুরি ; টান পড়ে লাটায়ের সুতো ; হাত দুটো শিখে নিয়েছে কখন আলগা দিতে হবে , কখন দিতে হবে টান ; ঘুড়িটা উড়ছে , চাঁদিয়াল ঘুড়ি … এখনও উড়ছে সেই কৈশোরে ঘুড়ি ; কেবল সুতো আর হাতের মধ্যে নেই ; সেই কবে ভোঁ-কাট্টা হয়ে গেছে আবেগ গুলো , স্বপ্ন গুলো , সরলতা গুলো … থেকে গেছে শূন্য এক লাটাই ; এই মাঝ বয়সে এসে এখনও দেখতে পাই ঘুড়ি গুলো উড়ছে , ভোঁ-কাট্টা হয়েও উড়ছে আকাশ থেকে মহাকাশে , অনন্ত শূন্যে ; আর আমি , আমরা কেবল তাকিয়ে আছি এক টুকরো আকাশের দিকে , পায়ের কাছাকাছি মাটির দিকে ; সেই ঘুড়িটা উড়তে উড়তে উড়ে যাচ্ছে এক অলৌকিক বলয়ের দিকে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register