T3 || প্রভাত ফেরি || 26য় শর্মিলা ঘোষ
স্মরণিকা
হঠাৎই খবর ভেসে আসে
কবি নেই!বেদনার অন্ধকার আরো ঘন হয়,
সন্ধ্যাদীপের আলো সেই অন্ধকার কাটাতে পারে না,
কবি অপটিমিস্টিক ছিলেন!
কবির 'কবিতা পাক্ষিক' জ্বালিয়ে ছিল লক্ষ তারার আলো,
কবিতার কালপুরুষ হয়ে ওঠা সহজ সাধ্য নয় ,
তার জন্য পেরিয়ে যেতে হাজার মাইলস্টোন.........
একসময় জীবনচক্র শেষ হয়;
কানে প্রতিধ্বনিত হয় তাঁরই শব্দমালা "আমি মূলত পক্ষাঘাতগ্রস্ত অথর্ব সভ্যতার জারজ সন্তান".....
কবিতা আর সময়ের উচ্চারণ অমর করে অক্ষর শিল্পীকে ....
0 Comments.