অণুগল্পে তুলসী কর্মকার
অন্ত
বাতাস বইছে। দিন রাত আপন খেয়ালে। পশুপাখি কীট সুরক্ষিত। গাছ দাঁড়িয়ে আছে। মানুষ নিরস্ত্র। কুরুক্ষেত্র কেজো যানবাহন। একদিকে মানুষ অন্যদিকে রোগী। বাঁশি বাজে।
মেঘ ভারী হয়। অদৃশ্য কারুতে লড়াই। রোগীপক্ষ মানুষের হাত ধরে মানুষকে বশ করে। আবেশ হয় মানব দানব হয়ে যায়। আজব কেরামতি। গণ্ডি পার হলেই কালো অন্ধকার। অদৃশ্য থাবা মৃত্যুপুরিতে নিয়ে যায়।
এনারা কারা যাঁরা ফিসফিস করেন। সারা গায়ে ক্লান্তি। ম্লানমুখ। ফুসফুসে বারুদ গন্ধ খাড়া রোদে দাঁড়িয়ে আলো মাখেন।
এনারা তাঁরা আত্মবিশ্বাস অনুনয়-বিনয় নিয়ম লড়াইকে অন্তঃস্থ করে যাপন সারেন।
এনারাই স্বাক্ষী, আগামী দেখবেন।
0 Comments.