কবিতায় বর্ণজিৎ বর্মন
তিল
গভীরে আরো গভীরে ডুব দিলে
তিলের রূপ জানা সহজ ।
তিল হলো পুরুষ স্পর্শ ছাড়া এক যৌবন মেঘ
যা ঘষে আতব চালের সোহাগ বেরোয়
প্রকৃতি নিজে কারিগর এই তিলের ভাস্কর্য নির্মাণের
সময় শুধু উপলক্ষ
সব গান ফুরে গেলে
প্রসঙ্গ আসে তিলের -
তিল ফুল শরীরেও প্রেমিক ভ্রমর কাতর ।
0 Comments.