- 6
- 0
রবীন্দ্রনাথ নজরুল এইসব নিয়ে বৈশাখ এলে বাঙালির নববর্ষ হয়। হঠাৎ মনে পড়ে ওহো আমরা তো বাঙালি। আম আদমির কথা বলছি। যারা শব্দচর্চা করেন তারা এই হিসেবের বাইরে। আমরা যারা খিচুড়ি ভাষাই বলি। যারা কেন একুশে ফেব্রুয়ারি জানি না। অনেক বড় কিন্তু সংখ্যাটা। চারপাশের বাস অটো ট্রেনে দেখুন কথা বলে। দেখুন নিজেদের বাড়ির আশেপাশে দশ কুড়ি তিরিশ বা এমনকি চল্লিশ ছোঁয়া মানুষের সঙ্গে ও। সেই যে শব্দবন্ধ। কলোনিয়াল হ্যাংওভার। নেশা বললে সৌখিন সমাজ বিলাইতিই বুঝি। বিশ্বায়নের ঢেউয়ে কেউ সাগর পেরিয়ে ফুচকার দোকান খুলতে ইচ্ছুক না। বরং বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, ( আসলে আলু ভাজা) আর পিৎজা ইত্যাদির ব্র্যান্ড এসে মৌরুসিপাট্টা গাড়ুক এটুকুই সবার আশা। আসলে, নিজেদের ভালো জিনিসকে ভালো বাসতে জানি না। তাই লক্ষ্মী সরস্বতী দু জনেই ক্রমশ পালাচ্ছেন বঙ্গ থেকে।
সোনালি
0 Comments.