কবিতায় রতন বসাক
কবির কথা
ক - কবির জন্ম চুরুলিয়া গ্রামে সবাই জানি,
বি - বিদ্রোহী কবি তিনি ছিলেন এটাও মানি।
কা - কাগজ কলমে ঝড় তুলেছিলেন যিনি,
জী - জীবনে কোনো সময় ভয় পাননি তিনি।
ন - নতুন যুগের আশার কথা ধরেছেন তুলে,
জ - জনগনের কষ্টের ছবি লিখেছেন খুলে।
রু - রুচি ছিল ছড়া কবিতা গল্প নাটক গানে,
ল - লিখতেন যা চাইতো লেখার জন্য প্রাণে।
ই - ইসলাম ধর্ম গ্রহণ করেও উদার ছিল মন,
স - সর্ব ধর্ম মানিয়ে চলার করেছিলেন পণ।
লা - লাভ কখনো চাননি নিজের লেখাতে,
ম - মনের থেকে সত্যটা চেয়েছেন শেখাতে।
চু - চুড়ি পরে থাকেননি করেগেছেন রাজ,
রু - রুটির দোকানে কভু করেছিলেন কাজ।
লি - লিখেছেন সব সত্য কথাই সাহস করে,
য়া - আজও মানি কর্তব্য থেকে যাননি সরে।
0 Comments.