Wed 05 November 2025
Cluster Coding Blog

|| পঁচাত্তরে পা, সাবালক হলো না? || T3 26য় উজ্জ্বল সামন্ত

maro news
|| পঁচাত্তরে পা, সাবালক হলো না? || T3 26য় উজ্জ্বল সামন্ত

"আমি, স্বাধীনতা সংগ্রামী বলছি"

আমি এক অতীত যা বর্তমান দেখে লজ্জিত , হ্যাঁ আমি বিপ্লবীদের একজন, চিন্তিত! সুখ, শান্তি, মোহ,যৌবন বিসর্জনে স্বাধীনতা সংগ্রামী, দেশ মাতৃকার শৃঙ্খল মুক্তিতে জীবনের আত্মাহুতি। অনাহারে অনিদ্রায় জঙ্গলে পাহাড়ে কেটেছে কত দিনরাত, নির্মম অত্যাচারে শরীর ক্ষতবিক্ষত চাবুকের বা গুলির আঘাত। রক্ত কখনো শীতঘুমে যায়নি আগুনের ফুলিঙগ হয়ে শিরায়, মুষ্টিমেয় শক্তি, ঝাঁপিয়ে পড়া সৈন্য দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় । লক্ষ বীর বিপ্লবীর রক্ত আত্ম বলিদানে অর্জিত স্বাধীনতা, দেশের উন্নতি, প্রগতি, শান্তি সুখ জনগণের নিশ্চয়তা। কিন্তু সবকিছু ধূলিসাৎ, কিছু স্বার্থপর লোভী রাজনৈতিক ক্ষমতায়, নীতি ভুলে দুর্নীতি পরতে পরতে শিক্ষা স্বাস্থ্য প্রতিরক্ষা প্রায় সব জায়গায়। আন্দোলনে প্রতিবাদের ভাষা, পা মেলায় রাস্তায়, জনগণ নির্বোধ নয়, একথা কেন ওরা ভুলে যায়! এই জন্যই কি আমরা এনেছি স্বাধীনতা আত্ম বলিদানে ? স্বাধীনতার ৭৫ বছরেও দুর্নীতি, হিংসা, ধর্ষণ, উস্কানি দেয় ধর্মের নামে ! কালোটাকা বিদেশেই থাকে ফেরেনা হায় দেশে, পুঁজিপতিরা হাজার কোটি টাকা লুটে ফেরার বিদেশে। বেকার রা চাকরি খোঁজে, আন্দোলন গড়ে, কৃষক ঘাম ঝড়ায় মাঠে, নিত্য পণ্যের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ সহ্যের সীমা মুখ বুজে। রক্তমাংসের শরীর ,গায়ে তো বোধহয় মানুষের চামড়া, লজ্জা ঘৃণা ভয় এই শব্দের অর্থ অচেনা বহু জায়গায়। বড় লজ্জা লাগে, যখন কেউ ভোটের নামে দেয় প্রতিশ্রুতি বা আশ্বাস, বড় ইচ্ছে করে বলতে, শাসক তোর সাদা পোষাক ভরেছে দেখো নোঙরায়...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register