|| পঁচাত্তরে পা, সাবালক হলো না? || T3 26য় দেবাশীষ মণ্ডল
স্বাধীনতা আছে
বন্দেমাতরম!দেশ স্বাধীন হল।
পতাকা উড়িয়ে,বন্দে খেয়ে, বন্দেমাতরম ধ্বনিতে ।
আজ তো পনেরই আগস্ট,স্বাধীনতা দিবস।
কিন্তু ,সে স্বাধীনতা কোথায়!
যে "স্বাধীনতা "বীর বিপ্লবীরা এনেছিলেন--
রক্তের বিনিময়ে, জীবনকে বিপন্ন করে।
অত্যাচার কি নেই?
তবে কেন,আজও ঝোপ,জঙ্গলে পড়ে থাকে
নারীর নগ্ন নিথর দেহ।
বধূহত্যা হয় পণের দায়ে।
ঘুমন্ত জীবন ছটফট করে পুড়ে আগুনের লেলিহান শিখায়।
বাঁচাও .............! আর্তনাদ সমগ্র দেশবাসীর।
তবে কি ভাবে বলবো----
জানো আমাদের দেশ "স্বাধীন"আছে।
0 Comments.