Wed 05 November 2025
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় সুজাতা দে

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় সুজাতা দে

বাসিভালো

রাতদুপুরে বারিষ নামে দিনদুপুরে ক্ষোভ... অমলতাসের একটু চাওয়া; ভালোবাসার লোভ। কেজানে কি-প্রেম সে কেমন; ভালোবাসার আঁচ.. হোকনা নকল, নকলই হোক-প্রেম সুবাসে বাঁচ। খেলতে খেলতে; খেলার যদি - অভ্যাস'ই নাম রাখি গোপন ঘরের ভালোবাসা ছাঁকনি রেখে চাখি। রাগ অভিমান ফল্গুধারায় বাদল হয়ে নামে.. রাখছি তুলে জখমগুলো; ভালোবাসার খামে। ভালোবাসি বলোনিতো; বাসছো ভালো তুমি! শোধ তুলেছে অপেক্ষারা-জড়াও অধর চুমি। অভ্যাসেরা বদলেছে আজ;প্রেম ছুঁয়েছে দিন.. দুপুর-রাতে বাদলধারায় অশেষ পীরিত ঋণ। সময়ধারা ভাঙবে বাঁধ- অপেক্ষাতে থেকো, যত্ন নিয়ে "বাসিভালো" উল্টে দিতে শেখো। উচ্চারিত ভালোবাসা বালি কাঁকর রাখে- নীরব প্রেমের ভালোবাসায় জাদু-ম্যাজিক থাকে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register