T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় সোনালী ঘোষ
			দেবীপক্ষ
নাওয়ের খোলে আঁধার। ফুঁ দিয়ে কারা যেন নিভিয়েছে
সব আলো
তবুও চারদিকে লুপ্ত শিশিরের কথায় মনে হাঁস ডেকে ওঠে
চরাচর জুড়ে থৈ থৈ জল ।জলে আল্পনা কার?
নুপূর পড়া কোন দেবী এইমাত্র স্নান সেরে অরণ্যের পথের দিকে
দেখ মেয়ে, এত আয়োজন সব ই তোমার
দুঃখ তো চিরকাল নয়
এই আছে এই নেই। তাই বলি এত আঁধার মেখো না গায়ে
তুমি জান অথবা নাই জানো
সব ঋণ ঝেড়ে ফেলা ভালো...
						
			
		 
	
0 Comments.