Wed 05 November 2025
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় আঁখি রায়

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় আঁখি রায়

উৎসবের আমেজ

শরতের সাদা মেঘের ভাঁজ থেকে ভেসে আসে আগমনীর সুর ৷ ধরিত্রীর বুকে কাশফুলেরা বার্তা দেয়, উমা যে নেই বেশি দূর ৷ দেহকোষ জুড়ে ছুটছে শুধুই আনন্দের নব রেশ | বাক্সবন্দি পোশাকগুলো উঁকি দিয়ে জাগায় মনে আবেশ ৷ শিউলি ফুলেরা গল্প জমায় পাতার ফাঁকে ফাঁকে ৷ ভ্রমরের দল খেলছে আনমনে ফুলের আঁকে বাঁকে ৷ কুমোর পাড়ায় ঢেউ তুলেছে রঙিন তুলির টান ৷ উলুধ্বনির আহ্বান জাগাবে শূন্য মণ্ডপে প্রাণ ৷ বছর ঘুরে আসছে মা, বাজছে খুশির বেণু ৷ ছড়িয়ে যাক দিগ্বিদিক উৎসবের পরাগরেণু ৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register