Wed 05 November 2025
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় সুপ্রভাত মেট্যা

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় সুপ্রভাত মেট্যা

রেণুকা ঠাকুমার উঠোন

  একটি কবিতা নামাতে গিয়ে তোমার সকাল টুকে রাখি আলোয়। খাতাসমেত ভোর হওয়া সাদা পৃষ্ঠার প্রতিটি অক্ষরে ধুলো জমিয়ে স্মৃতি লিখে রাখি অবেলার। রোদ হলুদের সমবয়েসি সময় ,পাশাপাশি হেসেখেলে রঙিন হয়ে ওঠে। কাব্যকথার কল্পনা-রেণু ফুলের গর্ভকেশরে গিয়ে সন্তান পঙ্ ক্তির নতুন কবিতা রচনা করে তারা সহজ এবং সুন্দর ! বিকেল বিকেল ফিরে আসার শান্ত নীরবতা,বটগাছের ছায়ায়, মা-পাখির ঠোঁট, তার পালক ক্লান্ত ডানায় দানার গল্প করে ছানা-পাখির ঠোঁটে । তারপর ,হ্যাঁ ,তারও অনেক পরে , রেণুকা ঠাকুমার উঠোনে গোলকরা আসর সন্ধ্যায় তখন আলো জ্বলে উঠে , তুলসীতলায় প্রদীপভারতী সলতেয় , কোনও এক বঙ্গ তনয়ার ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register