T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় অনিমেষ গুপ্ত
			বনফায়ারের রাতে
ফিরে আসা এবং তার পরের
গন্তব্য নিয়ে স্বপ্ন এবং বিবাদ থাকে
যুদ্ধফেরৎ পানাহার, বনফায়ারের রাতে
যৌবনবতীরা ঘুরে ঘুরে আনন্দ,
শান্তির গান গায়—
তাদের রক্তিম ঠোঁটে লাল নিশি
ঘাঘরার প্রান্তগুলি ঘাসের ওপর শুইয়ে রাখা
রাইফেলের নল ছুঁয়ে যায়।
এক আধো জাগরনে সেইসব
পুরনো মাঠ, কুসুমকলি দেখি—
জীবিত থাকার রঙ এক আশ্চর্য্য সবুজ।
মনে হয় আমরাও একদিন আমাদের ভিটে খুঁজে পাব।
						
			
		 
	
0 Comments.