Tue 04 November 2025
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় বদরুদ্দোজা শেখু

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় বদরুদ্দোজা শেখু

ঘোরের মধ্যে

মেঘ রোদ্দুর ভেলকি দেখায় এখন ভাদ্র মাসে অনবরত মর্জিমতো উদাসীন আকাশে। পরিবেশটা ধূমোট ধূমোট চারিপাশে ভ্যাপসা গুমোট, রদ্দি নোটের মতো যাচ্ছে জীবনটা অধিবাসে। বাসে ট্রামে যায় না ওঠা,যায় না হাঁটা পথে থিকথিকে গিজগিজে ভিড়ের অবিন্যস্ত স্রোতে। দৃশ্য দেখছি বাজার গরম মন্ত্রী সান্তী লুঠেরা চরম লজ্জা-শরম নাইকো তাদের জনতার আদালতে ! চোখ দুটো রয় ঢুলুঢুলু মন লাগে না কাজে ভাবনাগুলো ঘুরপাক খায় ঘোরের ভাঁজে ভাঁজে। মাঝে মাঝে দৃশ্য দেখি জানি না তা আসল কি মেকী , দেখছি ঢেঁকি আটা কুটছি পাকা তালের মাঝে। হয়তো হৃদয় হারিয়ে যায় গ্রামের বাল্যকালে সেখানে জীবন কুড়াতো সুখ ভাদই ধানের চালে আকাল-লাগার ভাদ্র মাসে, সেই সুবাসের আঘ্রাণ আসে এই শহরের প্রবাস-ঘরে বিস্মৃতির আবডালে ! লড়াই করতে শহরে এলাম হলাম ভারী জব্দ টাকার পিছে ছুটো অবিরাম দুরাশায় নিঃশব্দ ! জ্বলছে জীবন ধিকিধিকি এই বাজারে অচল সিকি, আদর্শ বিকিকিনির ফিকির ফাঁক- ফোকর বেহদ্দ ! পত্রপত্রিকাগুলোতে বিজ্ঞাপনের ভিড় নিজের লেখা নিজেই কিনো এমন তদ্বির। কবি-লেখকের আজব দশা কোথাও নাই সম্মানীর ভরসা, নিজের পয়সা ছড়াও তবেই কল্কে পাবে স্থির। বর্তমান ভূত ভবিষ্যৎও দেখছি তন্দ্রাযোগে বোমা বারুদ আর উদ্বাস্তুর কান্নার দুর্ভোগে, মহামারী বন্যা খরায় পর্যুদস্ত ধ্বস্ত ধরায় আরো বাড়ায় দুখ-দুর্দশা ধ্বংসের উদ্যোগে ! যাক-গে ভোগে ক্ষমতাধর যুদ্ধজীবির দল ! অনুন্নত দেশগুলো যে ভুগছে বিষম ফল নাই পরোয়া সে দিক পানে, মিসাইল ট্যাঙ্ক মেসিন গানে বাড়ায় তারা বাজেট আরো ধ্বংসের হলাহল ! ঘোরের মধ্যে ভাবনাগুলো ভাসছে অবিরত--- বিড়ম্বনার দক্ষযজ্ঞ চলছে ভাগ্যহত ! বিশ্ব জুড়ে খাদ্য সঙ্কট হ'তে যাচ্ছে অতি উৎকট, মানসপটে বিশ্ব-মানবতার মুখোশ ক্ষতবিক্ষত !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register